রায়গঞ্জের তেঁতুলতলা গ্রামের নির্যাতিতা ছাত্রীর সুবিচারের দাবিতে রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আখতারের অফিসে যান। সেখানে ডি এস পি রিপন বলের সাথে এই বিষয়ে কথাবার্তা বলেন বিজেপি বিধায়কদের প্রতিনিধি দল। পুলিশ সুপারের অফিসে কথাবার্তা বলে বেড়িয়ে এসে বিজেপি বিধায়কদলের সদস্য শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ জানিয়েছেন, যদি এই নির্যাতিতা নাবালিকা সঠিক বিচার না পায় তাহলে ভবিষ্যতে তাঁরা পুলিশ সুপারের বিরুদ্ধেও মামলা করবেন।
তবে আইন ও বিচারব্যবস্থার প্রতি তাঁদের আস্থা রয়েছে। মঙ্গলবার প্রথমে রায়গঞ্জের তেঁতুলতলা গ্রামে নির্যাতিতা ছাত্রীর বাড়িতে যান বিজেপি বিধায়কদের চার সদস্যের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, ডাবগ্রাম-ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় এবং গাজল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মন।
নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের লোকেদের সাথে কথা বলার পর বিজেপি বিধায়কদের প্রতিনিধি দল রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আখতারের অফিসে গিয়ে ডি এস পি রিপন বলের সাথে এই বিষয়ে কথাবার্তা বলেন।