Raiganj : মানুষের তৃষ্ণা নিবারণের লক্ষ্যেই জলছত্র, মন্তব্য অভিষেকের

আরও পড়ুন

আশপাশে জলের ব্যবস্থা না থাকাতেই জলছত্র খোলা হয়েছে। অষ্টমীর রাতে উত্তর দিনাজপুর তৃণমূল নমঃশূদ্র সেলের জেলা সম্পাদক অভিষেক দাস এই মন্তব্য করেন। তিনি বলেন, তারা সাতটা থেকে এমন জলছত্র দর্শনার্থীদের উদ্দেশে খুলে দেন, পরবর্তীতে রাত বারোটা পর্যন্ত তা চলে। প্রাথমিকভাবে লক্ষ্য-সপ্তমী থেকে শুরু হওয়া জলছত্র আজ, নবমী পর্যন্ত এই জলছত্র চলবে, প্রয়োজনে দশমী পর্যন্তও তা বর্ধিত করা হবে।
উল্লেখ্য,শারদীয়ার দিনগুলিতে তৃণমূল কংগ্রেস প্রাথমিক শিক্ষক সমিতি ও তৃণমূল কংগ্রেস হিন্দি সেলের যৌথ উদ্যোগে রায়গঞ্জের বকুলতলা মোড়ে এবং তৃণমূল নমঃ শুদ্র ও উদ্বাস্তু সেলের পক্ষ থেকে স্থানীয় করোনেশন উচ্চ বিদ্যালয়ের বিপরীতে জলছত্রের আয়োজন করা হয়েছে। এই দুটি জলছত্র উদ্বোধন করেন রাজ্য সরকারের শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন। অষ্টমীর রাতে যখন বৃষ্টিতে মানুষ বেরোতে ভয় পাচ্ছেন, ঠিক সেই সময় মানুষের পরিষেবার জন্য এই জলছত্রগুলিতে দেখা গেল সংগঠনের নেতৃত্ব ও কর্মীদের। এবিষয়ে উত্তর দিনাজপুর জেলা নমঃ শুদ্র ও উদ্বাস্তু সেলের সাধারণ সম্পাদক অভিষেক দাস আর কি কি জানিয়েছেন শুনব-

রায়গঞ্জের করোনেশন স্কুল সংলগ্ন এলাকা থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close