Uttar Dinajpur : যানজট সমস্যা নিরসনে ধর্নায় ব্যবসায়ী

আরও পড়ুন

যানজট সমস্যা রায়গঞ্জ শহরের নিত্য নৈমিত্তিক সমস্যাগুলির মধ্যে একটি। এই সমস্যা নিয়ে শাসক-বিরোধী তরজার অন্ত নেই। এখনও এই সমস্যার সমাধানের আশায় রয়েছেন শহরবাসী। এরই মাঝে রায়গঞ্জের যানজট সমস্যা সমাধানের দাবিতে ধর্নায় বসলেন রায়গঞ্জেরই এক নাগরিক। সুজন তরফদার নামের ওই ব্যক্তি পেশায় ব্যবসায়ী। এই সমস্যা নিয়ে ইতিমধ্যেই তিনি রায়গঞ্জ পুরসভা, রায়গঞ্জের বিধায়ক, সাংসদের কাছে দাবিপত্র প্রদান করেছেন। কিন্তু কোনরকমের আশ্বাস না পেয়ে শনিবার বেলা ১১ টায় স্টেশন রোড সংলগ্ন বটগাছ তলায় ধর্নায় বসেন তিনি। মূলত, রায়গঞ্জ শহরকে যানজটমুক্ত করার উদ্দেশেই তার এই অবস্থান বিক্ষোভ বলে জানান তিনি। তিনি পুরসভার ভূমিকা নিয়েও এদিন প্রশ্ন তোলেন।

যদিও তার এই কর্মসূচিকে কটাক্ষ না করে রায়গঞ্জের যানজট সমস্যা সমাধানের লক্ষ্যে পুরসভার ভূমিকার কথা তুলে ধরেন পুর-প্রশাসক সন্দীপ বিশ্বাস।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close