কে কে -র মৃত্যুর পর শ্রদ্ধাঞ্জলি রায়গঞ্জের মিউজিক্যাল স্ট্যাটাস জোনের

আরও পড়ুন

প্রখ্যাত সঙ্গীতশিল্পী কে কে -র মৃত্যুর পর রাজপথের পাশে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন রায়গঞ্জের কলেজ পড়ুয়ারা । তারা ‘মিউজিক্যাল স্ট্যাটাস জোন’ নামাঙ্কিত ব্যানারে এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রায়গঞ্জের স্বামী বিবেকানন্দ মূর্তির পাদদেশে কে কে -র ছবি ফুলের মালায় সাজিয়েছেন তারা। আয়োজকরা ছবির নিচে মোমবাতি জ্বেলে প্রয়াতঃ শিল্পীকে অন্তর থেকে শ্রদ্ধা জানান। পরে তারা গিটার বাজিয়ে খালি গলায় গেয়েছেন গানও।

এদিন আয়োজকদের তরফে প্রদর্শিত অনুষ্ঠানটিকে রাজপথে চলাচলকারী অসংখ্য মানুষ সুন্দরভাবে উপভোগ করেছেন। কে কে র মৃত্যুর পর শিল্পী রূপঙ্কর বাগচী যে মন্তব্য করেছিলেন, তার প্রতিক্রিয়া হিসেবে আয়োজকদের পক্ষ থেকে আয়ুস সরকার কি বলেছেন শুনবো-

অন্যদিকে অনুষ্ঠানের আরেক উদ্যোক্তা অঞ্জন বিশ্বাস কে কে -র গাওয়া গানের মধ্য থেকেই প্রয়াত শিল্পীকে খুঁজে নেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন। পাশাপাশি আয়োজক অঞ্জনবাবু আর কি কি বলেছেন শুনবো-

এদিনের অনুষ্ঠানে অঞ্জন বিশ্বাস, আয়ুস সরকাররা ছাড়াও উপস্থিত ছিলেন প্রতাপ মন্ডল, প্রশান্ত দেবনাথ, তাতাই চৌধুরী, চম্পক দাস, প্রীতম মন্ডল, রানা দাস, কিরণ মহন্ত এবং অপু বৈদ্য প্রমূখ। প্রয়াত শিল্পীর বিষয়ে এমন অভিনব আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close