Uttar Dinajpur : তৃণমূল কর্মীর বাড়ির সদস্যদের বেধড়ক ঠ্যাঙালো কংগ্রেস কর্মীরা !

আরও পড়ুন

ভোট পেরিয়ে গেলেও রাজনৈতিক অশান্তি অব্যাহত রায়গঞ্জে। শুক্রবার রাতে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার বীরঘই গ্রাম পঞ্চায়েতের ভুপালপুর এলাকায়। এলাকার তৃণমূল কর্মী হিসেবে পরিচিত কোবাদ আলির অভিযোগ, বেশ কয়েকদিন যাবৎ তার পরিবারকে হেনস্তা করা হচ্ছে। শুক্রবার রাতে কংগ্রেস আশ্রিত একদল দুস্কৃতী তার বাড়িতে চড়াও হয়ে আক্রমণ করে বলে অভিযোগ। কোবাদের স্ত্রী সামেনা খাতুন ও পুত্রবধূ আমিনা খাতুনকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ। আমিনা ৮ মাসের অন্তঃসত্ত্বা। এই ঘটনার পর তারা ওই এলাকার পঞ্চায়েত সদস্যের প্রতিনিধি সলিমুদ্দিন আহমেদের দ্বারস্থ হন। কিন্তু দুস্কৃতীরা সেখানেও আক্রমণ করে বলে অভিযোগ। দলীয় কার্য্যালয়ের ভেতরে জিনিসপত্র ভাংচুর করা হয়। ঘটনার পর তড়িঘড়ি আহত ২ মহিলাকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। এই ঘটনায় সাইফুল, সাদ্দাম হোসেন-সহ বেশ কয়েকজন কংগ্রেস কর্মীর বিরুদ্ধে রাতেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে রায়গঞ্জ থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এই ঘটনায় কংগ্রেসের কোনও হাত নেই বলে জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব।

রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close