Raiganj : ক্যাটারিং করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত ২, আহত ২

আরও পড়ুন

জন্মদিন অনুষ্টানে ক্যাটারিং করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু 2 জনের, গুরুতর আহত আরও 2 জন। উওর দিনাজপুর জেলার করণদিঘী থানার আলতাপুর ২ নম্বর গ্রামপঞ্চায়েতের বোলতবাড়ি এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে দূর্ঘটনাটি ঘটে। পরিবারের লোকজনেরা জানিয়েছেন, স্থানীয় কদমতলা গ্ৰামে জন্মদিনের অনুষ্ঠানে ক্যাটারিং-এর কাজে যায় ৪ বন্ধু। ক্যাটাররিং-এর কাজ শেষ করে রাত ৩ টা নাগাদ মোটর সাইকেল নিয়ে বিখনপুর গ্ৰামে এক বন্ধুকে বাড়িতে রাখতে যাওয়ার সময় বোলতবাড়ি জাতীয় সড়কে মোটরবাইকটি দূর্ঘটনার কবলে পরে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বন্ধুর। একজনের নাম কৃষ্ণ দাস ,বাড়ি আলতাপুর গ্রামে, অপরজনের নাম রমেন দাস, বাড়ি বিখনপুর গ্রামে।

দুর্ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আরও দুইজনকে সুবো পাল ও পবিত্র জালিকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় স্থানীয়রা। দুর্ঘটনার খবর পেয়ে করণদিঘী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি তুলে করণদিঘী হাসপাতালে নিয়ে আসেন। সূত্রের খবর, চার যুবকই একটি মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিল। তাদের মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে তাদের কারও মাথাতেই হেলমেট ছিল না। পুলিশ ঘটনার তদন্ত শুরু করছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

Fourteen Time Line, Raiganj, Uttar Dinajpur

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close