শনিবার সন্ধ্যায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন ৭৫ বছর বয়সী এক বৃদ্ধ। নাম অনিল রাজবংশী। বাড়ি রায়গঞ্জ পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের কান্তনগরে। অনিল রাজবংশীর মেয়ে সীমা রাজবংশী জানান, বহু চিকিৎসা করিয়েও অর্শের রোগ নির্মূল হচ্ছিল না। এ বিষয়ে তাদের পরিবারের তরফে অনেক অর্থব্যয় করা হয়েছে। ফল না মেলায় একদিকে যেমন অর্থের শোক পাশাপাশি রোগ যন্ত্রণাজর্জর হয়ে অবশেষে গলায় ফাঁস লাগিয়ে ঘরেই আত্মঘাতী হলেন বৃদ্ধ।
রায়গঞ্জের কান্তনগর থেকে বিশ্বনাথ দাসের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।