কাঞ্চনপল্লির যুবক প্রলয়ের আত্মহত্যার ঘটনায় উঠে এল নয়া তথ্য। সূত্রের খবর, মানসিক নির্যাতন করত প্রলয়ের প্রেমিকা রীমা। বারংবার টাকার জন্য প্রলয়কে চাপ দিত। এমনকি বাড়িতে এসেও ঝামেলা করত প্রলয়ের সঙ্গে। তার বাড়ির সদ্যসরা প্রলয়ের ঘর থেকে একটি ডায়েরি পেয়েছেন যেখানে লেখা রয়েছে তার ভালোবাসার কথা এবং তার ইচ্ছাগুলি।
উল্লেখ্য, শুক্রবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কাঞ্চনপল্লির বাসিন্দা প্রলয় সাহা আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের সদস্যরা তাকে তড়িঘড়ি রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। দীর্ঘ প্রচেষ্টার পর সোমবার প্রলয়কে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। তারপর আত্মহত্যার চেষ্টার কারণ জানা যায় তার প্রেমিকা কলেজপাড়ার ইন্দিরা কলোনীর বাসিন্দা রীমা সাহা। সূত্রের খবর, দীর্ঘদিন যাবৎ প্রলয় এবং রীমার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। সোমবার প্রলয়ের বাড়ির সদস্যরা অভিযুক্ত রীমা সাহার বিরুদ্ধে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। প্রলয়ের মৃত্যুর পরদিন সোমবার ইন্দিরা কলোনীর বাসিন্দা রীমাও সুভাষগঞ্জের সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। কিন্তু স্থানীয় মানুষেরা তাকে সেদিনের মতন বাঁচিয়ে দেন। কিন্তু পরক্ষণেই পরিস্থিতি পাল্টে যায়। স্থানীয় মহিলারা মেয়েটিকে এবং তার মা-কে মারধর করেন বলে অভিযোগ। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। এদিন-ই মেয়েটিকে আটক করে থানায় নিয়ে যায়।
সূত্রের খবর, ইন্দিরা কলোনীর বাসিন্দা রীমা সাহা একটি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানে নার্সিং- এর প্রশিক্ষণ নিয়েছিলেন। সেই ট্রেনিংয়ের যাবতীয় খরচ প্রলয় চালাতো। গত বৃহস্পতিবার ইন্দিরা কলোনীর বাসিন্দা রীমা সাহা কাঞ্চনপল্লির বাসিন্দা প্রলয় সাহার বাড়িতে যান। বাড়িতে গিয়ে প্রলয়কে টাকা দেওয়ার কথা বলেন। প্রলয় টাকা দিতে মানা করলে রীমা প্রলয়কে হুমকি দেন বলেও অভিযোগ। প্রলয় বাড়ির লোকেদের সামনে তাদের ঝামেলা দেখাতে না চাইলে রীমাকে নিয়ে বাধের কিছুটা দূরে চলে যায়। কিন্তু সেখানে তাদের মধ্যে বচসার সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, প্রেমিকা রীমা প্রলয়কে বারংবার টাকার জন্য চাপ দিত।
সূত্রের খবর, শুক্রবার সকালেও রীমা প্রলয়ের বাড়ি যান ১ লক্ষ টাকার জন্য। সেদিন প্রলয়ের সঙ্গে বাড়িতেই বচসায় বচসা জড়িয়ে পড়েন উপায় উভয়ে । বচসার কথা প্রলয়ের বাড়ির সদস্যরা জানতে পারলে প্রলয়ের বাবা-মা বারংবার জানার চেষ্টা করেন, কিন্তু সঠিক উত্তর প্রলয় দেয়নি বলে জানিয়েছেন প্রলয়ের বাবা খগেন চন্দ্র সাহা। তিনি আর আর কি কি জানিয়েছেন শুনুন-
অন্যদিকে রীমার মা সাংবাদিকদের কি জানিয়েছেন শোনাবো –
মৃতের দুই নিকটাত্মীয় কি বলেছেন শুনব –