Uttar Dinajpur : শিলিগুড়ি মোড়ে পথ দুর্ঘটনায় মৃত ১

আরও পড়ুন

সন্ধ্যা নামতেই রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে ১২ নম্বর জাতীয় সড়কে লরির তলায় পিষ্ট হয়ে এক লটারি বিক্রেতার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। পুলিশ ঘাতক লড়িটিকে আটক করতে পারলেও তার চালক পলাতক। শিলিগুড়ি মোড়ে পরপর দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

সূত্রের খবর, বুধবার ভর সন্ধ্যায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম দীপক দাস। বাড়ি রায়গঞ্জের সুদর্শনপুরে। পন্যবাহী লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় পেশায় লটারি বিক্রেতা দীপক দাসের। রায়গঞ্জ থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠায়। এই ঘটনার পর জাতীয় সড়ক বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে। মৃতদেহ সরিয়ে নেওয়ার পর যান চলাচল আবার স্বাভাবিক হয়।রায়গঞ্জ শহর থেকে বের হতেই পড়ে শিলিগুড়ি মোড়। পশ্চিমদিকে শিলিগুড়ি যাওয়ার রাস্তা, উত্তরদিকে বালুরঘাট। এছাড়া পূর্বদিকে পড়ে মালদা যাওয়ার রাস্তা। এখানে ২৪ ঘন্টাই ট্রাফিক পুলিশ থাকলেও দূরপাল্লার গাড়ি যাতায়াতের ফলে প্রায় সবসময়ই যানজট লেগে থাকে। যানজটের কারনে প্রান হাতে নিয়েই রাস্তা পারাপার করতে হয়। এখানে পথ দুর্ঘটনা নিত্য নৈমিতিক ঘটনা হয়ে দাড়িয়েছে। এই শিলিগুড়ি মোড়েই এক ছাত্রের মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল এলাকা। পরবর্তিতে পুলিশ প্রশাসনের তরফ থেকে শিলিগুড়ি মোড়ে ট্রাফিক ব্যবস্থার আমূল পরিবর্তনও ঘটানো হয়।

রায়গঞ্জের শিলিগুড়ির মোড় থেকে উত্তম পাল ও প্রবল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close