আচমকাই ছাঁটাই রায়গঞ্জ মেডিকেল কলেজের ৯৬ জন অস্থায়ী কর্মী। ঘটনায় প্রন্সিপলকে আটকে রেখে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের। আচমকা ছাঁটাইয়ের প্রতিবাদে আন্দোলনে নামলেন রায়গঞ্জ মেডিকেল কলেজের অস্থায়ী কর্মীরা। এই ইস্যুতে বুধবার তারা বৃহত্তর আন্দোলনে সামিল হন। রায়গঞ্জের আব্দুলঘাটায় অবস্থিত মেডিকেল কলেজের অ্যাকাডেমিক ব্লকে তারা বিক্ষোভ দেখান। জানা যায়, সম্প্রতি ৯৬ জন অস্থায়ী কর্মীকে ছাটাইয়ের বিষয়ে অবগত করা হয়েছে। যাদের মধ্যে বেশীরভাগই রয়েছেন নিরাপত্তারক্ষী ও হাউস কিপিং- এর কর্মী। আন্দোলনকারীরা জানান, ৩ বছরের বেশী সময় ধরে তারা নির্দিষ্ট একটি এজেন্সির অধীনে কাজ করছেন। করোনার মত জরুরিকালেও দিনরাত শ্রম দিয়েছেন তারা। এই কাজের উপরে নির্ভর করেই চলছে প্রত্যেকের সংসার। এই পরিস্থিতিতে হঠাৎ করেই নতুন এজেন্সি দায়িত্বভার গ্রহন করায় তাদের ছাটাই করা হয়েছে। তাদের জায়গায় নতুন করে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে বলে অভিযোগ। তাই পুনর্বহালের দাবিতে সরব হয়েছেন তারা। সেই সঙ্গে তাদের কর্মক্ষেত্রে সুনিশ্চয়তার দাবীও জানিয়েছেন তারা। এ বিষয়ে এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হন অধ্যক্ষ কৌশিক সমাজদার। তিনিও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট এজেন্সিকে বিষয়টি জানিয়েছেন বলে তিনি জানান।
রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।