Uttar Dinajpur : সর্বভারতীয় স্তরে সফল আরাত্রিকা, নির্ঝররা ফিরতেই উচ্ছ্বাস রায়গঞ্জ স্টেশনে

আরও পড়ুন

বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থান পরিচালিত গণিত বিজ্ঞান মেলার সর্বভারতীয় স্তরের আসর এবার বসেছে মধ্যপ্রদেশের ভূপাল শহরের সারদা বিহারে। সেখানে জল ও বায়ুদূষণ নিয়ে মডেল তৈরি করে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির সিবিএসইর অষ্টম শ্রেণির ছাত্রী আরাত্রিকা পাল এবং অঙ্কের উদ্ভাবনী মডেল তৈরি করে সারা দেশের মধ্যে দ্বিতীয় হয়েছে ওই একই স্কুলের নবম শ্রেণির ছাত্র নির্ঝর দাশগুপ্ত। এদিন তারা কুলিক এক্সপ্রেসে চেপে রায়গঞ্জ শহরে ফিরতেই উল্লাসে ফেটে পড়ে আরাত্রিকার আত্মীয় পরিজনেরা। তাদেরকে সংবর্ধনা দেওয়া হয় স্কুলের পক্ষ থেকেও।

উল্লেখ্য, গত ২ নভেম্বর থেকে গত ৫ নভেম্বর পর্যন্ত এই আসর আয়োজিত হয়। সেই আসরে রায়গঞ্জ সারদা বিদ্যামন্দির সিবিএসই থেকে অংশ নেওয়ার সুযোগ পায় আরাত্রিকা পাল ও নির্ঝর দাশগুপ্ত। এদিন ঘরে ফিরে এসে আনন্দে আপ্লূত হয়ে তারা বলে, আমরা ভীষণ খুশি। তবে সম্পূর্ণ কৃতিত্ব স্কুল ও পরিবারের সদস্যদের। সফল খুদে পড়ুয়াদের সংবর্ধনা জানাতে বুধবার রায়গঞ্জ রেল স্টেশনে উপস্থিত ছিলেন সারদা বিদ্যামন্দিরের প্রবীন শিক্ষক তথাগত ভট্টাচার্য-সহ একাধিক শিক্ষক শিক্ষিকারা। বুধবার সন্ধ্যায় সফলদের হাতে সংবর্ধনা তুলে দেন সারদা বিদ্যামন্দিরের প্রবীন শিক্ষক তথাগত ভট্টাচার্য।

রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close