নতুন বছরের প্রথম দিনে রায়গঞ্জের কুলিক পক্ষিনিবাসে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। উত্তর দিনাজপুর জেলা ছাড়াও বাইরের জেলা থেকে অসংখ্য পর্যটক পরিযায়ী পাখি দেখতে পক্ষীনিবাসে ভিড় জমিয়েছেন। আনন্দের মধ্যে দিনটিকে কাটাতে রায়গঞ্জের বিভিন্ন দর্শনীয় এলাকা তারা বেছে নিয়েছেন।
আজ ২০২৩ সালের প্রথম দিন রবিবার হওয়ায় আম বাঙালির বাড়তি পাওনা। কারন এই সময় স্কুল কলেজে পরীক্ষার মরশুম। বছরের প্রথম দিন কেউ বাড়িতে বসে থাকতে চান না। দিনটিকে আনন্দের মধ্যে কাটাতে দিনে দিনে ঘুরে আসা। তাই বেছে নেওয়া হয়েছে রায়গঞ্জ কুলিক পক্ষীনিবাস। কুলিক পক্ষীনিবাসে পরিযায়ি পাখি ছাড়াও রয়েছে বিশাল আকারের এ্যাকুইরিয়াম। তাই উত্তর দিনাজপুর সংলগ্ন জেলা দক্ষিণ দিনাজপুর এবং মালদা থেকে অসংখ্য পর্যটক এই কুলিক পক্ষীনিবাসকে বেছে নিয়েছেন। কেউ পরিবারের সঙ্গে কেউ আবার বন্ধু, বান্ধবীকে সঙ্গে নিয়ে কুলিক পাখিরালয়ে হাজির হয়েছেন। তাদের সঙ্গে নিয়েই পরিযায়ী পাখিদের কোলাহলের মধ্যে সময় কাটানো বছরের প্রথম দিনে বাড়তি পাওনা। একইসঙ্গে কুলিকের সবুজ বনবিধানের অভ্যন্তরে বিশাল আকারের এ্যাকুইরিয়াম দেখে আন্দন্দের উপভোগ করছেন আম- নাগরিকরা। সকাল থেকেই কুলিক পাখিরালয় থিকথিকে ভিড় লক্ষ্য করা গেছে। তবে কুলিক পক্ষীনিবাসের ভেতরে বনভোজন বন্ধ করে দেওয়ায় রায়গঞ্জের মানুষ কিছুটা হতাশ হয়েছেন। তাই রান্না করা খাওয়ার নিয়ে এসে পক্ষীনিবাসের ভেতরে পাখিদের কলোকাকুলির মধ্যে খাওয়া দাওয়া বাড়তি আনন্দ বলে মনে করছেন দূরদূরান্ত থেকে আসা পর্যটকরা।
রায়গঞ্জের কুলির পক্ষীনিবাস থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।