হাওড়া থেকে এনজেপি পর্যন্ত সুপারফাস্ট ট্রেন চালু করল ভারতীয় রেল মন্ত্রক। প্রথম স্টপেজ ৩২ মিনিটে গুমানি স্টেশন । দ্বিতীয় স্টপেজ মালদা টাউন স্টেশন । সেখানে ৯ টা বেজে ৩২ মিনিটে ঢুকে নটা মিনিটে বেরিয়ে যাবে। এরপর সকাল নটা বেজে ৫০ মিনিটে বারসই স্টেশন ৯:৫২ মিনিটে গাড়িটি বেরিয়ে যাবে এনজিপি-র উদ্দেশে। এমন দ্রুতগতি রেলগাড়ি চালুর খবরে খুশি সারা রাজ্যের মানুষ।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে পবিত্র কমল রায়ের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।