বুধবার রাত এগারোটা নাগাদ মোটর বাইক নিয়ে রেষারেষি করতে গিয়ে করতে গিয়ে নিহত হল এক যুবক । মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের মধুপুরে ১২ নম্বর জাতীয় সড়কের ওপর।
সূত্রের খবর, ওই যুবকের বাড়ি বাহিন রাজবাড়ি এলাকায়। তার নাম প্রণব চক্রবর্তী । বয়স আনুমানিক কুড়ি বছর। এদিন রাতে ১২ নম্বর জাতীয় সড়কের ওপর বাইক নিয়ে রেসিং করছিল ওই যুবক বলে অভিযোগ। সেই সময় ওই জাতীয় সড়কে কাজ করছিল একটি ডাম্পার। রেসিংয়ে মত্ত ওই যুবক দিশেহারা হয়ে ধাক্কা মারে ডাম্পারটির পেছনে। সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পরে সড়কের ওপরে। আচমকা বিকট আওয়াজে ছুটে আসে আশপাশের লোকজন। তাদের কাছ থেকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তড়িঘড়ি করে মৃতদেহ মৃতদেহউদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
এদিনের ঘটনার পর সর্পিল কায়দায় বাইক চালানোর রুখতে বদ্ধপরিকর রায়গঞ্জ পুলিশ জেলার ট্রাফিক পুলিশ।
ফোর্টিন টাইমলাইন , রায়গঞ্জ।