Uttar Dinajpur: চারাগাছের পর কম্বল বিতরণ সবুজ বাগানের

আরও পড়ুন

বিনামূল্যে চারাগাছ বিতরণ করেই স্থির হয়ে বসতে রাজি নয় সবুজ বাগান নামের রায়গঞ্জের একটি সবুজপ্রেমী সংস্থা ‘সবুজ বাগান ‘। কনকনে শীতে ভারী কম্বল বিতরণ করে মানুষের নজর কাড়লেন সংস্থার সদস্যরা। কোনও স্বেচ্ছাসেবী সংস্থা নয়, মাত্র ক’দিন আগে নিছকই ফেসবুকের মাধ্যমে ১৬০০ সদস্য তৈরি করে মানুষের পাশে দাঁড়ানোর ব্রত নিয়েছেন তারা। এরকমই একটি গ্রুপ ‘সবুজ বাগান ‘। বিগত দিনে সবুজায়নের বার্তাকে সামনে রেখে বেশ কিছু সংখ্যক মানুষের হাতে তুলে দিয়েছেন চারা গাছ। বুধবার তারা রায়গঞ্জের এম জি রোডের বন্ধন ব্যাংকের বিপরীতে এই শীতে কষ্ট পাওয়া ১০০জন দুঃস্থ মানুষকে সামান্য উষ্ণতার ছোঁয়া দিতে তুলে দেন গরম কম্বল। এমন ঘটনায় খুশি প্রাপক-সহ পথচারীরাও। এমন একটি মহতি উদ্যোগে সামিল হতে পেরে খুশি গ্রুপের সদস্যরাও। এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সঞ্জনা কর রায়, সৌরভ ঘোষ, মিতা নিয়োগী, বনশ্রী মিশ্র, রামপ্রসাদ প্রামাণিক, রন্তু মিশ্র শিপ্রা পাল, অরূপ পাল, স্বাগতা হালদার-সহ বেশ কিছু গ্রুপ সদস্য। এদিনের কম্বল বিতরণ অনুষ্ঠানের

রায়গঞ্জের মহাত্মা গান্ধী রোড থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close