সোমবার রায়গঞ্জের চেম্বার অফ কমার্স সভাকক্ষে বিকেলে ছবিদের ‘আত্মীয়-স্বজন’ নামের একটি বই প্রকাশিত হ’ল। এই প্রকাশনার আয়োজক ছিল শহরতলি, বাঙালির সতেরো আনা। উপস্থিত ছিলেন বই টির লেখক শুভ্রশংকর নাগ ও চিত্রকর শিবশঙ্কর উপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন বহু কবিতাপ্রেমী ও চিত্রপ্রেমী মানুষ। সকলে মিলে বইটি প্রকাশ করেন এদিন।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।