সদ্যসমাপ্ত উত্তর দিনাজপুর জেলার ২৮ তম বইমেলায় ৪০ লক্ষ টাকার বই বিক্রি হয়েছে বলে জানা গেছে। প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর,মঙ্গলবার রায়গঞ্জ সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যাচক্র হাইস্কুল মাঠে মেলার উদ্বোধন হয়। তা করেছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। এদিনের উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অভিষেক চৌরাসিয়া, জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন, কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক সৌমেন রায়, রায়গঞ্জ পুরসভার পুর-প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ- পুর- প্রশাসক অরিন্দম সরকার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
শীতের শহরের অন্যতম উৎসব বইমেলা ৷ আর নতুন বইয়ের আমেজ উপভোগের সুযোগ হাতছাড়া করতে নারাজ পাঠককুল ৷ বইপ্রেমীদের জন্য মঙ্গলবার থেকে রায়গঞ্জ শহরে শুরু হয়েছিল ২৮ তম উত্তর দিনাজপুর জেলা বইমেলা (Uttar Dinajpur District Book Fair) । বই পাঠের মধ্য দিয়ে সকলকে জ্ঞানের আলোয় আলোকিত করার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছিল। মোট ৬০টি স্টল দেওয়া হয়েছিল বইমেলায় । যার মধ্যে ৫০টি ভাড়া দেওয়া হয়। যেখানে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি কলকাতা থেকেও প্রকাশকরা বইয়ের পসরা নিয়ে এসেছিলেন একাধিক সরকারি প্রকল্পের স্টল। বই কেনাবেচার পাশাপাশি প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার-সহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে এবছর বইমেলায় বই বিক্রি হয়েছে মোট ৩৯ লক্ষ ৫২হাজার টাকার। উত্তর দিনাজপুর জেলা বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস বলেন, মোবাইলের আসক্তি কাটিয়ে বই এর প্রতি মানুষের আগ্রহ ফিরেছে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ বেড়েছে। মেলায় বিক্রাতারা জানায় জেলায় বইমেলায় সাধারণত ২৫ লক্ষ টাকার বই বিক্রি হলেই তাঁরা সফল বলে ধরে নেন। এই বইমেলায় ৪০ লক্ষ টাকার বই বিক্রি হয়েছে। এবার গল্পের বইয়ের চাহিদা বেশি ছিল। তাতে খুশি কলকাতার প্রকাশকরা। সংগত কারণেই উত্তর দিনাজপুর জেলায় বইমেলায় প্রকাশকরা আগামীদিনেও আসতে আর দ্বিধা করবেন না বলেই ধারনা আয়োজকদের।
উত্তর দিনাজপুর থেকে জয়দীপ দত্তের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।