মানুষ সচেতন না হলে দুর্ঘটনা কমানো সম্ভব নয়। তারজন্য লাগাতর সচেতনতা প্রচার চালাতে হবে। শনিবার ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ট্রাফিক সচেতনতা কর্মসূচি পালিত হল।ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার বিশপ সরকার-সহ জেলা পুলিশের আধিকারিকরা উপস্থিত ছিলেন।
ইসলামপুর পুলিশ জেলার অধীনে রয়েছে পাঁচটি। যার মধ্যে ৩টি থানাই জাতীয় সড়ক রয়েছে। চোপড়া, ইসলামপুর এবং ডালখোলা এলাকায় পথ দুর্ঘটনা নিত্য নৈমিতিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই পথ দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতায় আসার পরই রাজ্য জুড়ে চালু হয়েছে সেফ ড্রাইইভ,সেভ লাইফ প্রকল্প। মুখ্যমন্ত্রী এই প্রকল্প ঘোষনার ঘোষণার পরই উত্তর দিনাজপুর জেলাজুড়ে সচেতনতা প্রচার অভিযান চলেছে। সরকারিভাবে এই প্রকল্প চালু হলেও দুর্ঘটনায় মৃত্যুর হার খুব বেশী কমেনি। সেফ ড্রাইভ, সেভ লাইফ প্রকল্পের সাফল্য নিয়ে রাজ্য জুড়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক এই প্রকল্পের সাফলতা নিয়ে উষ্মা প্রকাশ করছেন। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পুলিশ জেলায় পুলিশ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন তরুন আই পি এস অফিসার বিশপ সরকার। তিনি ইসলামপুর পুলিশ জেলায় দায়িত্ব নেওয়ার পরও একাধিক পথ দুর্ঘটনা ঘটে। পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেছে। নব নিযুক্ত পুলিশ সুপার পথ দুর্ঘটনা কমাতে উদ্যোগী হয়েছেন পুলিশ সুপার। সাধারণ মানুষকে ধারাবাহিক সচেতন করেই দুর্ঘটনা কমতে পারে বলে মনে করেন পুলিশ সুপার।সেই ধারনা থেকে শনিবার ইসলামপুর পুলিশ জেলায় অনুষ্ঠিত হল ট্রাফিক সচেতন কর্মসূচি। এই কর্মসূচিতে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নিয়েছিলেন। পুলিশ সুপার বিশপ সরকার জানিয়েছেন,সেফ ড্রাইভ, সেভ লাইভ কর্মসূচিতে অনেকটাই সাফল্য এসেছে। ছোটদের মধ্যে ট্রাফিক সচেতনতা চালাতে হবে। ধারাবাহিক সচেতনতার প্রচার চালিয়েই আরও সাফল্য আসবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। সদ্য পুলিশ সুপারের তিনি দায়িত্ব পেয়েছেন। আগামীতে সাধারণ মানুষের ট্রাফিক নিয়ে আরও বৃদ্ধি পাবে বলে আশ্বস্ত করেছেন পুলিশ সুপার বিশপ সরকার।
উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে উত্তম পালের রিপোর্ট,টাইমস ফোর্টিন বাংলা।