Raiganj: মাথায় আঘাত নিয়ে দাঁতে দাঁত চেপে মিটিং করেছেন দেবেশ

আরও পড়ুন

মাথায় দুঃসহ আঘাত নিয়ে রায়গঞ্জ পুরসভার মিটিং হলে বই মেলার মিটিং করেছেন এরাজ্যের বিশিষ্ট ঔপন্যাসিক দেবেশ কান্তি চক্রবর্তী। সোমবার বিকেলে এমন ছবি দেখা গেলেও কাউকে বুঝতে দেননি দেবেশবাবু যে তাঁর মাথা থেকে ক্রমাগত রক্তক্ষরণ হয়েই চলেছে। পাছে বই মেলার মতন সর্বজনগ্রাহ্য একটি অনুষ্ঠান পন্ড হয়। সেই দেবেশবাবুই শিলিগুড়ির একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে মৃত্যুর সঙ্গে যুযছেন। মঙ্গলবার সন্ধ্যে ৬ টায় তাঁর মাথায় অস্ত্ৰোপচার শুরু হয়েছে। রাত ৯ টা পর্যন্ত অপারেশন চলবে বলে জানিয়েছেন দেবেশবাবুর জামাতা কৃশানু সরকার। একযোগে মঙ্গলকামনা করছেন দেবেশবাবুর অনুরাগীরা।

শিলিগুড়ি ও রায়গঞ্জ থেকে দেবাশীষ দাস ও শ্রীপর্ণা কুন্ডুর রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close