বুধবার ক্ষুদ্র,লঘু ও মধ্যম উদ্যম মন্ত্রক, ভারত সরকারের উদ্যোগে জেলা ভিত্তিক সচেতনতা শিবির আয়োজিত হল জেলা পরিষদের রবীন্দ্র সভাকক্ষে। বুধবারের সভায় উপস্থিত ছিলেন ভারত সরকারের ক্ষুদ্র,লঘু ও মধ্যম বিভাগের পক্ষ থেকে সুজিত সরকার,সুমিত কুমার ধর, দেবাশীষ ঘোষ প্রমুখ। এদিনের আলোচনা সভায় কিভাবে ব্যাবসার জন্য ঋণ নেওয়া যেতে পারে, পাশাপাশি ব্যবসার শ্রীবৃদ্ধির বিষয়ে আলোচনা করেন আয়োজকেরা।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।