Uttar Dinajpur : ভাঙারাস্তা ও দুর্গন্ধে প্রান ওষ্ঠাগত নবনির্মিত ইস্কন মন্দিরের ভক্তদের

আরও পড়ুন

তীব্র করোনা আবহের মধ্যেই ভিত্তিপ্রস্তরস্থাপন হয়েছিল আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বা ইস্কনের উদ্যোগে শ্রী শ্রী রাধামাধব মন্দির। এরপর রায়গঞ্জের রাজপথে দেশি বিদেশি কৃষ্ণ ভক্তদের নৃত্য, সংগীতের মধ্যে দিয়ে জাঁকজমকপূর্ণ ভাবে শুরু হয় এই মন্দিরে পুজোপাঠ। কিন্তু কিছুদিন যেতে না যেতেই এবার এক গুরুতর সমস্যায় পড়েছে রায়গঞ্জ ইসকন মন্দিরের ভক্ত ও সেবাইতেরা। জানা গেছে, মন্দিরে আসা যাওয়ার রাস্তা ভাঙাচোরা, খানাখন্দভরা হওয়ায় একদিকে যেমন ভক্তরা মন্দিরে পুজো, পাঠে আসতে চাইছেন না, পাশাপাশি মন্দির সংলগ্ন এলাকায় পুরসভার জঞ্জালের দুর্গন্ধে মন্দিরে দীর্ঘ সময় পুজো পাঠ করা মুশকিল হয়ে গেছে।

একই রকম দাবি কান্তনগর এলাকার একাধিক বাসিন্দাদের। তাদের দাবি, স্লুইসগেট তৈরির আগে বাঁধের ওপরের রাস্তা তবু চলাচলের যোগ্য ছিল। কিন্তু এখন ভেঙে গিয়েছে। এর সাথে যুক্ত হয়েছে পৌরসভার অস্বাস্থ্যকর ডাম্পিং ব্যবস্থা।

এদিকে, এমন অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছেন রায়গঞ্জ পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের কো-অর্ডিনেটর প্রসেনজিৎ সরকার। তিনি বলেন, দুর্গন্ধের সমস্যা কাটিয়ে তোলার চেষ্টা চলছে। তবে ওখানে কেউ যদি কোনও ভাঙা রাস্তা দেখাতে পারে, তাহলে নিজের পকেটের টাকায় রাস্তা তৈরি করে দেব।

কুলিক নদীর পাড়ে তৈরি হওয়া নবনির্মিত ইস্কন মন্দিরের দ্বারোদঘাটন সমারোহ ঘিরে রায়গঞ্জ বাসীর উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত। কিন্তু এক বছর ঘুরতে না ঘুরতেই, ভক্তদের এমন কঠিন সমস্যায় পড়তে হবে, তা বোঝেননি অনেকেই। এখন কবে এই সমস্যার সমাধান হয়, সেদিকেই তাকিয়ে পূর্ণ্যার্থী শ্রীকৃষ্ণ ভক্তরা।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close