মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সামাজিক পরিষেবার উদ্যোগ দুয়ারে সরকার কে ইতিমধ্যেই সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। বুধবার রায়গঞ্জ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে সকাল দশটা থেকে বেলা চারটা অব্দি হয়ে গেল দুয়ারে সরকার। খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, বিনামূল্যে সামাজিক সুরক্ষা এরকম বহুবিধ কাজগুলি জনসাধারণ সমাধান করতে পারলো একটি ছাদের তলায়। যেখানে এই সমস্ত কাজগুলি করতে আগে বিভিন্ন অফিস গুলিতে যেতে হতো মানুষকে, সেখানে পাড়ায় এরকম উদ্যোগ দেখে আনন্দিত এলাকাবাসী।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।