লরির তলায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার পাওয়ার হাউস মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে। দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছিল। রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠায়। ঘাতক লরিটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর, রায়গঞ্জ পুরসভার মিলনপাড়ার বাসিন্দা জয় মন্ডল নামে এক যুবক মোটরবাইক নিয়ে সোহারই মোড়ে একটি পাউরুটি কারখানায় কাজে যাচ্ছিলেন। স্থানীয় পাওয়ার হাউস মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে দূরপাল্লার একটি লরি তাকে পেছন থেকে ধাক্কা মারে। জয় জাতীয় সড়কে পড়ে গেলে তার উপর দিয়েই পণ্যবাহী লরিটি চলে যায়। দেহ ছিন্নভিন্ন অবস্থায় রাস্তায় পড়ে থাকে। ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা সেখানে ছুটে আসেন। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। এই দুর্ঘটনার পর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।পুলিশ ছিন্নভিন্ন দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভঃ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠায়। দেহ সরিয়ে ফেলার পরই যান চলাচল পুনরায় শুরু হয়। ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ। ঘন ঘন দুর্ঘটনা ঘটে, ঘটায় ওই অঞ্চলটিকে দুর্ঘটনাপ্রবণ জোন বলে ঘোষণা করার দাবি উঠেছে।
রায়গঞ্জের সোহারই মোড় থেকে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।