উত্তর দিনাজপুরের ইসলামপুর মহকুমা হাসপাতালের পর রায়গঞ্জ শহরেও অবৈধ দখল উচ্ছেদ অভিযানে নামল জেলা প্রশাসন। রায়গঞ্জ মেডিকেল কলেজের সামনে শহরের মুল সড়কের দু’পাশে উচ্ছেদ অভিযান শুরু হয় বুধবার। এদিন সকাল থেকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের দেওয়াল বরাবর অবৈধভাবে অস্থায়ী দোকানঘর উচ্ছেদ করা হয়। রায়গঞ্জের মহকুমা শাসক কিংশুক মাইতি, পুর-প্রশাসক সন্দীপ বিশ্বাস, উপ-পুর-প্রশাসক অরিন্দম সরকার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে এই অভিযান চলে। মূলত: রায়গঞ্জ শহরের যানজট সমস্যা মেটাতেই এই অভিযান বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে উত্তম পালের সঙ্গে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।