রবিবার রায়গঞ্জের টাউন ক্লাব ময়দানে ভার্চুয়াল কুইস্ট ৮৯ তম কুলদাকান্ত মেমোরিয়াল চ্যাম্পিয়ন্স শিল্ড ও তারাপদ মেমোরিয়াল রানার্স আপ কাপ খেলার শুভ উদ্বোধন করা হল। এদিন মশাল জ্বেলে এই টুর্নামেন্টর টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত ফুটবলার দীপক কুমার মণ্ডল। রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানের সদস্য রায়গঞ্জ ইনস্টিটিউটের সদস্য ও এই টুর্নামেন্টের সদস্যরা পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। তারপর ফুটবলাররা কাপ হাতে সম্পূর্ণ মাঠ প্রদক্ষিণ করেন । জাতীয় সঙ্গীত গেয়ে খেলার শুভারম্ভ করা হয়। এছাড়াও এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার পুর-প্রশাসক – সন্দীপ বিশ্বাস, উপ-পুর প্রশাসক -অরিন্দম সরকার, কো অর্ডিনেটর- অনিরুদ্ধ সাহা, প্রসেনজিৎ সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ -সুশীল কুমার গোস্বামী, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী ,প্রাক্তন ফুটবলাররাও। এই টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করেছে । তার মধ্যে বাইরের দল থাকছে ৭টি। আজকের খেলাটি অনুষ্ঠিত হচ্ছে ওরিয়েন্ট জুয়েলার্স রায়গঞ্জ টাউন ক্লাব বনাম ঐক্য সম্মিলনী কলকাতার মধ্যে। রায়গঞ্জের ফুটবলপ্রেমীরা ইতিমধ্যেই ময়দানে ভীড় জমিয়েছেন খেলা দেখার জন্য। কুলদাকান্ত মেমোরিয়াল ফুটবল খেলা যে রায়গঞ্জবাসীর মনে গেঁথে আছে এদিনের ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানের জনসমাগমই তার প্রমাণ।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট ,টাইমস ফোর্টিন বাংলা।