রায়গঞ্জের শীতগ্রাম এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে ভুট্টা বোঝাই লরিতে আগুন লাগায় আতঙ্ক ছড়াল স্থানীয়দের মধ্যে।সোমবার রাতে ২৫ টন ভুট্টা ভর্তি একটি লরি পূর্নিয়া থেকে দক্ষিণ দিনাজপুরের দিকে যাচ্ছিল। সেই সময় হঠাৎই গাড়িতে আগুন দেখতে পায় স্থানীয়রা। তড়িঘড়ি স্থানীয়রা ছুটে আসেন কিন্তু আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিলো যে, দমকলকে খবর দিতে হয়। ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। তারা আগুন নেভানোর কাজ করেন। ঘটনাস্থলের পাশে ভারত গ্যাসের প্ল্যান্ট থাকায় স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়ায়। অবশেষে দমকলের দুটি ইঞ্জিন প্রায় ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কেউ হতাহত হননি। তবে লরিটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় ক্ষতি হয়েছে বলে জানান লরির চালক মহঃ সফিক।
রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।