Uttar Dinajpur: ক্ষুদিরাম বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদান পুরসভার

আরও পড়ুন

রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে শহীদ ক্ষুদিরাম বসুর জন্মজয়ন্তী উদযাপিত হল। ক্ষুদিরাম বসুর জন্ম দিবস উপলক্ষ্যে এদিন রায়গঞ্জের ক্ষুদিরাম স্মরনীতে (এনএস রোডের সংযোগস্থল) অবস্থিত শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন ও শ্রদ্ধাপূর্বক বক্তব্যের মধ্য দিয়ে যথাযথ মর্যাদার সঙ্গে পালন করা হয় রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পুরসভার পুর-প্রশাসক সন্দীপ বিশ্বাস, মেম্বার সাধন বর্মন ও অন্যান্য এডমিনিস্ট্রেটর্সদের পাশাপাশি বিশিষ্ট শিক্ষাবিদ তথা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক শুভেন্দু মুখোপাধ্যায়, রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র প্রমুখ। বক্তব্যে শুভেন্দুবাবু শহীদ ক্ষুদিরাম বসুর অজানা ইতিহাস তুলে ধরেন উপস্থিত আগত বিশিষ্ট মানুষদের সামনে।

রায়গঞ্জের ক্ষুদিরাম বসুর সরণির প্রবেশদ্বার থেকে প্রবাল সাহার রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close