Uttar Dinajpur : অনাথ শিশুদের মধ্যাহ্ন ভোজনের উদ্যোগ পুরসভার

আরও পড়ুন

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসের সঙ্গে ইংরেজি নতুন বছর উপলক্ষ্যে রায়গঞ্জ চ্যারিটেবল অনাথ ও বৃদ্ধাশ্রমে দুপুরের খাবারের আয়োজন করল রায়গঞ্জ পুরসভা। তাদের পক্ষ থেকে স্থানীয় রায়গঞ্জ চ্যারিটেবেল অনাথ ও বৃদ্ধাশ্রমের প্রায় ৫০ জন শিশুকে খাওয়ানোর আয়োজন করা হয়। রবিবার এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইলাল আগরওয়াল, রায়গঞ্জ পুরসভার পুর-প্রশাসক সন্দীপ বিশ্বাস, জয় হিন্দ বাহিনীর সভাপতি তথা কো-অর্ডিনেটর অর্ণব মণ্ডল, তৃণমূল যুব রাজ্য সম্পাদক তথা কো-অর্ডিনেটর অনিরুদ্ধ সাহা, তৃণমূল কংগ্রেস শহর সভাপতি প্রিয়তোষ মুখোপাধ্যায়, আদেশ মাহাতো-সহ বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থকেরা। বছরের শুরুতে এমন একটি আয়োজনে খুশি অনাথ শিশুরা।

রায়গঞ্জের চ্যারিটেবল অনাথ ও বৃদ্ধাশ্রম থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close