আলাদা পঞ্চায়েতের দাবিতে বুধবার বিকেলে আন্দোলনে নামলেন পাড়ার পুকুর, ভিটিহার-সহ রায়গঞ্জ ব্লকের গৌরি গ্রাম পঞ্চায়েতের অধীন কুলিক নদীর পশ্চিম পাড়ের বেশ কয়েকটি গ্রামের মানুষ। এদিন বিকেল পাচটা নাগাদ ভিটিহার চক থেকে কুলিক নদীর ব্রিজ পর্যন্ত একটি মিছিল করে এদিন সন্ধ্যা পর্যন্ত কুলিকের পাড়েই বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। পঞ্চায়েত অফিস কুলিক নদীর পূর্বপাড়ে রায়গঞ্জ শহর লাগোয়া হওয়ায় তাদের উন্নয়নের কাজ হচ্ছে না বলে দাবি করে আলাদা পঞ্চায়েতের দাবিতেই এই আন্দোলন বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।
রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।