ইটাহার থেকে রায়গঞ্জের দিকে আসতে কুয়াশাঘেরা ট্রাক বের ছবি দেখলে মনে হবে-পাহাড়ের বুকে থাকা একটি ছোট্ট জনপদ। এরপর শুরু হল রুপাহার থেকে রায়গঞ্জ শহরকে এড়িয়ে তেঁতুলতলা পর্যন্ত ফোর লেনের সড়ক। যদিও জাতীয় সড়কে চলছে শেষ তুলির টান এর ফলে রায়গঞ্জ শহরের উপর যানজট সমস্যা খানিকটা হ্রাস পাবে বলেই ধারণা বিশেষজ্ঞদের।
ফোর্টিন ওয়েবডেস্ক, রায়গঞ্জ।