আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম অধীর প্রসাদ। বাড়ি শক্তিনগর এলাকায়।
সূত্রের খবর, গতকাল রাতে রায়গঞ্জ শহরের মিলনপাড়া এলাকা থেকে একটি আগ্নেয়াস্ত্র সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ডাকাতির জন্যই পাঁচ যুবক ওই এলাকায় জড়ো হয়েছিল।পুলিশকে দেখেই বাকিরা পালিয়ে গেলেও একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার ধৃতকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
ফোর্টিন টাইমলাইন, উত্তর দিনাজপুর।