Uttar Dinajpur : ছট পুজোর ঘাট পরিদর্শনে পুলিশ,পুরসভা

আরও পড়ুন

কুলিক নদীর ঘাট পরিদর্শন করে গেলেন রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আখতার এবং রায়গঞ্জ পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস-সহ পদাধিকারীরা। মালবাজারের প্রতিমা নিরঞ্জনে দুর্ঘটনা এবং রায়গঞ্জের পুজো কার্নিভালে বলদের গুঁতোয় একব্যক্তির মৃত্যু হয়। পূর্বের ঘটনায় শিক্ষা নিয়ে ছট পুজোতে বাড়তি সতর্কতা রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশের। এদিন পুলিশ সুপার সানা আখতার,পুরসভার পুর প্রশাসক সন্দীপ বিশ্বাস ছাড়াও জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা কুলিক নদীর ঘাট পাড়ে হাজির হন। যদিও সানা আখতার ও সন্দীপ বিশ্বাসেরা বলেন, এটি একটি রুটিন ভিজিট।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কুলিক নদীর ঘাট পাড় থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close