Uttar Dinajpur: শিলিগুড়ি মোড়ে প্রিয়রঞ্জন পুরসভার মালা পেলেও ব্রাত্য দোস্তি মোড়

আরও পড়ুন

রায়গঞ্জ-সহ উত্তর দিনাজপুর জেলাজুড়ে রবিবার পালিত হ’ল সর্বভারতীয় কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী প্রিয়রঞ্জন দাশমুন্সির ৭৮তম জন্মতিথি। দাশমুন্সির রায়গঞ্জের শিলিগুড়ি মোড়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হলেও রায়গঞ্জ শহরের দোস্তিমোড় এলাকায় থাকা শ্রদ্ধেয় নেতার পূর্নাবয়ব মূর্তি আজকের দিনেও পড়ে থাকল অযত্নে, অবহেলায় এমনকি অনাদরেও। যা নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে জেলার কংগ্রেস কর্মীদের মধ্যে। রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে শ্রদ্ধেয় প্রয়াত সর্বভারতীয় কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মদিবস পালন করা হয় যথাযথ মর্যাদায়। কিন্তু এই শহরেরই অপর প্রান্ত দোস্তিমোড় এলাকায় থাকা প্রিয়রঞ্জন দাশমুন্সির পূর্নাবয়ব মূর্তি দিনভর পরে রইল অযত্নে, অবহেলায় এমনকি অনাদরেও। ফুলের মালা পড়ানো দূরের কথা- সাদা রংয়ের মূর্তিটিতে সামান্য পরিষ্কার পরিচ্ছন্নটুকুও করা হ’ল না বলে অভিযোগ। অথচ রায়গঞ্জ পুরসভার সঙ্গে একসময় রেষারেষি করে দোস্তিমোড় এলাকায় প্রিয়রঞ্জন দাশমুন্সির পূর্নাবয়ব মূর্তি বসিয়েছিলেন রায়গঞ্জ পুরসভার তৎকালীন বিদ্রোহী কাউন্সিলর এবং ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অসীম অধিকারী। কিন্তু তারপর থেকে একদিনের জন্যও শ্রদ্ধেয় এই নেতার পূর্নাবয়ব মূর্তি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি। কার্যত মূর্তির আশপাশে গজিয়ে উঠেছে বেশ কিছু ঝুপড়ি দোকানঘর। এ বিষয়ে জেলা কংগ্রেস নেতা তুষার কান্তি গুহ বলেন, রায়গঞ্জের ক্ষেত্রে প্রিয়দা একটা আবেগের নাম। শ্রদ্ধেয় সর্বভারতীয় নেতা প্রিয়দাকে অবমাননা করা উচিত হয়নি।

যদিও দোস্তিমোড় এলাকার পুরসভার কো-অর্ডিনেটর তথা প্রিয়রঞ্জন দাশমুন্সির ওই পূর্নাবয়ব মূর্তি যিনি বসিয়েছিলেন। আজ কেনও তা অবহেলায় পড়ে থাকল সেব্যাপারে তাঁকে জিজ্ঞাসা করা হলে অসীমবাবু বলেন, ওই আবক্ষ মূর্তির সঙ্গেই গজিয়ে উঠেছে ঝুপড়ি দোকান। ঝুপড়ি দোকানগুলির কারনে পূর্নাবয়ব মূর্তি নিয়ে কোনও কর্মসূচি করা যাচ্ছে না। তবে কংগ্রেস দলের প্রয়াত ওই নেতা তাদের মনে শ্রদ্ধার জায়গাতেই রয়েছেন।

স্থানীয় মানুষদের মতে-প্রিয়বাবু সর্বজনগ্রাহ্য নেতা বলেই সব দলের মানুষেরই এগিয়ে আসা উচিত ছিল-আজকের দিনে তাঁর জন্মতিথি পালনে নিদেরপক্ষে একটি মালা দিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা। তা যখন হয়নি, তাই একে অপরের বিরুদ্ধে তর্জনী উত্তোলনও সঠিক নয়।

উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close