কালীপুজোর প্রসাদ খেয়ে গুরুতর অসুস্থ শিশু ও মহিলা-সহ প্রায় ২৫ জন। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের কাশিবাটী এলাকায়। অসুস্থরা বর্তমানে রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন।
সূত্রের খবর, রায়গঞ্জ ব্লকের কাশিবাটী এলাকার বাসিন্দারা অজয় দাস নামে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে মঙ্গলবার কালিপুজোর প্রসাদ খেতে যান। এদিন সকাল থেকে সারাদিন ধরে যারা প্রসাদ খেয়েছেন তারা মঙ্গলবার বিকেল থেকেই অসুস্থ হতে শুরু করেন। পেট ব্যথা, বমি-সহ পেটের অসুখের নানা সমস্যা দেখা দেয় আট থেকে আশি সবার মধ্যেই। এরপর রাতে একে একে অনেকেই ভর্তি হতে শুরু করেন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে।
৫ জন রায়গঞ্জ মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। তবে চিকিৎসাধীনরা বর্তমানে সুস্থ আছেন। তবে এখনও পর্যন্ত কেউই আশঙ্কাজনক অবস্থায় নেই বলেই জানা গেছে। তবে প্রসাদ খেয়েই গ্রামের এই অবস্থা এবং এতে আরও সচেতন হওয়া উচিৎ ছিল বলেই স্থানীয়দের দাবি।
ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।