Uttar Dinajpur: চন্দননগরের পুজোকে ছুঁয়ে ফেলাই লক্ষ্য রায়গঞ্জ জগদ্ধাত্রী পুজো কমিটির

আরও পড়ুন

হুগলির চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর ধরনকে আঁকড়ে ধরাই লক্ষ্য রায়গঞ্জের দেশবন্ধু পাড়া জগদ্ধাত্রী পুজো কমিটির। বুধবার পুজো দিতে আসা পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গৌরাঙ্গ চৌহান এই মন্তব্য করেছেন।

মূলত হুগলি জেলার চন্দননগরেই সবচাইতে বড় মাপের আলোক শয্যা সম্বলিত জগদ্ধাত্রী পুজোর আয়োজন করা হয়ে থাকে। যা দেখতে সারা রাজ্যের মানুষ চন্দননগরে ভিড় করে থাকেন। তবে জগদ্ধাত্রী পুজো যে ধীরে ধীরে রায়গঞ্জেও শাখা বিস্তার করছে তা পুজোর আয়োজন দেখে সহজেই অনুমেয়। নবমী পুজোর দিন দুপুরে অসংখ্য নারী-পুরুষেরা জগদ্ধাত্রী মা-কে অঞ্জলি দিতে মণ্ডপে ভিড় করেন। শুভাকাঙ্ক্ষীদের ইচ্ছা অনুযায়ী রায়গঞ্জ সহজে একদিন চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর আঁতুর ঘর হয়ে উঠবে না তা কে-ই বা বলতে পারেন!

রায়গঞ্জের বন্দরের দেশবন্ধু পাড়া থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close