অবশেষে আড়াই বছর অতিক্রান্তের পর রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ১০ তলা ভবনের কাজ শুরু হল।
ফলে স্বস্তির শ্বাস ফেলল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক- শিক্ষাকর্মীবৃন্দ। তবে ইলেকট্রিক্যাল কাজের জন্য প্রয়োজন আরও ১৭ কোটি টাকা, তবেই সম্ভব কাজটি সুসম্পন্ন করা। লকডাউন চলাকালীন ২০২০ সালে টাকার অভাবে বন্ধ হয়ে গিয়েছিল ইমারত নির্মাণ-কাজ। গত বছর ৭ ডিসেম্বর উত্তর দিনাজপুরের প্রশাসনিক বৈঠকে এসে এনিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সঙ্গে সঙ্গে রাজ্য উচ্চ শিক্ষা দফতর ও ভবন নির্মাতা সংস্থাকে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেন। সেইমতো গত আগস্ট মাসে উচ্চশিক্ষা দফতর দশ তলা ভবন সিভিল ওয়ার্ক এর জন্য দুটি অর্থবর্ষে সাকুল্য ১৮ কোটি টাকা বরাদ্দ করে। শুরু হয় জোর কদমে বিল্ডিং নির্মাণের কাজ, ফলে খুশি সকলে। প্রসঙ্গত, ২০১৫ সালে রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজ থেকে সরাসরি বিশ্ববিদ্যালয়ে উন্নীত হওয়ার ফলে বেড়েছে ছাত্র-ছাত্রীর সংখ্যা। কিন্তু বিল্ডিং না থাকায় তাদের পঠন-পাঠন চলছিল পুরনো বিল্ডিং, তাই ভবন নির্মাণ হলে আখেরে লাভবান হবে ছাত্রছাত্রী সহ প্রত্যেকেই।
রেজিস্টার দুর্লভ সরকার জানান, শিক্ষা দফতর টাকা বরাদ্দ করার পর কাজ শুরু হয়েছে। ইলেকট্রিক্যাল কাজের জন্য প্রয়োজন আরও ১৭ কোটি টাকা। রিস্টার দুর্লভ বাবুর কথায় জি প্লাস নাইন অর্থাৎ ১০ তলা ক্লাস রুম নির্মাণে ২০০ টি কক্ষ থাকবে থাকছে ৫৪ টি শৌচাগার সেইসঙ্গে প্রতিটি ফ্লোরে একটি করে অডিটোরিয়াম হল।
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।