দীর্ঘ দশ থেকে বারো দিন ধরে একটি বাঁদরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে একেবারে নাজেহাল হয়ে পড়েছেন রায়গঞ্জ থানার রূপাহার এলাকার বাসিন্দারা। শনিবার বাঁদরের হামলায় জখম হয়েছেন এক মহিলা, এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দাদের দাবি, রূপাহার এলাকায় বাঁদরের উপদ্রব এতদিন কার্যত ছিল না বললেই চলে। মাঝে মধ্যে ওই বাঁদরটি আসলেও বিভিন্ন পাড়ায় ঘুরে বেড়াত। ঘরের ছাদে উঠে বসে থাকত। জিনিসপত্র নষ্ট বা দাঁত খিঁচিয়ে আসার মতো কোনও ঘটনা অতীতে ঘটেনি বলেই জানিয়েছেন বাসিন্দারা। কিন্তু ইদানীং ওই বাঁদরের বাঁদরামিতে নাজেহাল হয়ে গেছে জনজীবন।
এরকম পরিস্থিতিতে বনদপ্তর ও পশুপ্রেমী সংস্থা গুলিকেকেও খবর দেওয়া হয়েছে বলে জানালেন স্থানীয় বাসিন্দা তথা পেশায় শিক্ষক মানস চন্দ। তিনি আরও কি কি জানিযেছেন শুনুন-
শুক্রবার বিকেলে এই খবর পেয়ে এলাকায় ছুটে আসে রায়গঞ্জ পিপলস ফর এ্যানিম্যালসের সদস্যরা। তারা এসে স্থানীয় বাসিন্দাদের বোঝান যে, লোকালয়ে চলে আসা বন্যপ্রাণীদের যেচে খাবার দেওয়া উচিত নয়। এমনটা করলে ওরা বনাঞ্চলে ফেরত যাবার উৎসাহ হারিয়ে ফেলে ও খাবারের জন্য এলাকায় অভিযান চালায় গৃহস্থের ঘরে ঘরে। এই পরিস্থিতিতে এই অত্যাচার থেকে এলাকাবাসী কবে মুক্তি পায়, সেদিকেই তাকিয়ে সাধারণ মানুষ।
রায়গঞ্জের রূপাহার থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।