দল সমর্থন করেছে বলেই আজ রন্তু ছাত্র পরিষদের জেলা সভাপতি। দল তাকে ভালোবেসেছিল বলেই সভাপতির পদ দিয়েছে রন্তুকে। রবিবার রায়গঞ্জের সুপার মার্কেটে তৃণমূলের দলীয় কার্যালয়ে ছাত্র পরিষদের নব নিযুক্ত উত্তর দিনাজপুর জেলা সভাপতি রন্তু দাসকে পশে বসিয়ে এমনই মন্তব্য করেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী । সাংবাদিকরা জানতে চান দলের জেলে সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা এবং বিধায়ক কৃষ্ণ কল্যাণী স্বয়ং সমর্থন জানিয়ে বলেছেন বলেই রন্তু ওই পদে বসেছেন। বিধায়ক কৃষ্ণ বিন্দুমাত্র অহংকার না দেখিয়ে বলেন দল তাকে সমর্থন করেছে বলেই তিনি ছাত্র পরিষদের পদে বসেছেন।
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় উত্তর দিনাজপুরের জেলা ছাত্র পরিষদের নতুন সভাপতির নাম ঘোষণা হতেই মঙ্গলবার সন্ধায় জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন রন্তু দাস। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইলাল আগরওয়াল, রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণ কল্যাণী , রাজ্য তৃণমূল মহিলা সম্পাদক পম্পা সরকার, তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রসূন কুমার দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন রায়গঞ্জ শহর ও ব্লক থেকে বহু সংখ্যক দলীয় কর্মী সমর্থকরা। দলের নেত্রীস্থানীয় মানুষেরা রন্তু দাসকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধিত করেন। এদিন উপস্থিত বিধায়ক ও জেলা সভাপতি – সহ বিশিষ্ট নেতৃবৃন্দের সামনে রন্তু দাস বলেন, গোষ্ঠীদ্বন্দ্ব নয়, একত্রে মিলেমিশে কাজ করতে হবে। এদিন উপস্থিত সকলেই মমতা বন্দোপাধ্যায়- এর জয়োধ্বনি দিয়ে দলের জেলা কার্যালয়কে মুখরিত করে তোলেন।
রায়গঞ্জের সুপার মার্কেট থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।