সঙ্গীত পরিচালক, সুরকার, লেখক, কবি – সলিল চৌধুরীর ৯৮ তম জন্মদিনে ভারতীয় গণনাট্য সংঘ উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হ’ল রায়গঞ্জ বানিজ্য ভবনে।
প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শনিবার অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য রাখেন বসু বিঞ্জান কেন্দ্রর প্রাক্তন অধ্যাপক তাপস ঘোষ।
তিনি তার বক্তব্যে বলেন, ‘বিচারপতি’, ‘রানার’, ‘অবাক পৃথিবী’র মতো গান গায়ে কাঁটা দেয় আজও। আজও সমান প্রাসঙ্গিক সবক’টি গান। মাত্র ২০ বছর বয়সে তৈরি যুবক সলিলের ‘গাঁয়ের বধূ’ গানটি বাংলার সঙ্গীতের দুনিয়ায় নতুন ঝড় তোলে।
অনেক পরিচয় আছে তাঁর। দুবছর পরে রাজ্যজুড়ে জন্মশতবর্ষ উৎসব হবে। উৎসবে অংশ নেবে উত্তর দিনাজপুর জেলা প্রত্যাশা রেখে প্রারম্ভিক বক্তব্য রাখেন সংগঠনের জেলা সম্পাদক সুজিত গোস্বামী। শিল্পী সলিল চৌধুরীকে শ্রদ্ধা জানিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে ৯ বছরের শিশু সমৃদ্ধি মিত্র। কবি আশিষ সরকার, পুজা মজুমদার, অরিত্রিকা বালার এবং অরিত্রিকা পালের, রুপক ঘোষ, গৌর আচার্যদের
নৃত্যে গানে কবিতায় অনুষ্ঠান ছিল প্রাণবন্ত । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারতীয় গণনাট্য সংঘ উত্তর দিনাজপুর জেলা কমিটির সভাপতি বিশ্বনাথ সিংহ।
রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।