Uttar Dinajpur : শীতবস্ত্র বিতরণ-সহ পথচারীদের কেক খাইয়ে বড়দিন পালন সংকল্প-র

আরও পড়ুন

বড়দিনের প্রাক মুহূর্তে রায়গঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংস্থা ‘সংকল্প’ পথে নেমে রাস্তায় থাকা কিছু ভবঘুরে, রিক্সাওয়ালা তথা আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের হাতে তুলে দেয় গরম কম্বল, কেক ও জলের বোতল। এরই পাশাপাশি রবিবার রায়গঞ্জ স্টেশনে থাকা কিছু ভিক্ষুকদের হাতেও তুলে দেওয়া হয় শীতবস্ত্র, সঙ্গে পাবলিক বাসস্ট্যান্ডের সামনে কেক কেটে ট্রাফিক পুলিশ-সহ পথচারী, দোকানদার, টোটো চালকদের হাতে তুলে দেওয়া হয় কেক। যাতে করে সংস্থার সদস্যদের পাশাপাশি পথচারীরাও যথেষ্ট খুশি। এদিন কর্মসূচিতে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সোমা দত্ত, শুভম সরকার, তাপসী পাল, সোমা বেরা, অনুরাধা অধিকারী, সঞ্জীব সাহা, প্রণয় সাহা, অঙ্কুশ গোস্বামী, প্রবাল সাহা প্রমুখ।

ফোর্টিন টাইমলাইন, রায়গঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close