Uttar Dinajpur : চারা গাছ বিলি বাগানবন্ধুদের

আরও পড়ুন

এখনও জাঁকিয়ে শীত পড়েনি। তবে কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে ভোরের আকাশ। এই শীতের মরশুমে আবারও শহরের প্রতি বাড়িতে ফুল ও ফলের গাছ লাগানোর প্রচেষ্টা নিয়ে পথে নামল রায়গঞ্জ শহরের বাগানবন্ধুরা। রবিবার বিকেলে সামাজিক মাধ্যমের একটি গ্রুপ, ‘বাগান বন্ধু’রা এই কর্মসূচিতে অংশ নেয়। রায়গঞ্জ শিলিগুড়ি মোড়ে অবস্থিত একটি বেসরকারি প্রতিষ্ঠানের সামনে এই কর্মসূচি থেকে বহু সংখ্যক ফুল ও ফলের গাছের সাথে, ডেকোরেশন করার মত ইনডোর প্ল্যান্টও বিতরণ করা হয় সাধারণ মানুষের মধ্যে। বাগান বন্ধুরা নিজেরাই বাড়িতে চারা গাছ তৈরি করে নিয়ে এসে বিলি করছেন বলে জানালেন সামাজিক মাধ্যমের পেজ বাগান বন্ধুর মডারেটর আহূতি সরকার।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close