চড়ুইভাতির মরসুম শুরুই হয়নি, আসেনি বড়দিনও। তার আগেই মূল্যবৃদ্ধি ঘটেছে ডিম, মাংসেরও। পনেরো দিন আগেও যেখানে ব্রয়লার মুরগির মাংস বিক্রি হতো ১৬০ টাকা কেজি দরে বর্তমানে তা দাঁড়িয়েছে ২০০ টাকাতে। পাশাপাশি দেশি চিকেনের দাম নামলেও বর্তমানে তা ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। যেহেতু কেক তৈরি করতে ডিমের প্রয়োজন, সেই কারনেও ডিমের দাম হু হু করে বাড়ছে। পাশাপাশি শীতকালেও বহু মানুষ ডিম খেয়ে থাকেন। তাই মূল্যবৃদ্ধি ঘটছে ডিমের। যা কিনতে গিয়ে না বিশ্বাস হচ্ছে আম নাগরিকদের। কবে যে মূল্য বৃদ্ধির পারদ নামবে তবে ভেবেই পাচ্ছেন না মানুষ।
ফোর্টিন ওয়েবডেস্ক, রায়গঞ্জ।