অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের তিনদিনব্যাপি প্রদেশ অধিবেশন শেষ হল বৃহস্পতিবার বিকেলে। এদিন বিকেল চারটে নাগাদ রায়গঞ্জের সারদা বিদ্যামন্দির প্রাঙ্গনে নব নির্বাচিত দলীয় পদাধিকারীদের দায়িত্বভার অর্পন করে দলীয় পতাকা নামিয়ে তিনদিনের অধিবেশনের সমাপ্তি ঘোষনা করা হয়।
রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।