Uttar Dinajpur : অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

আরও পড়ুন

বুধবার রায়গঞ্জ থানার আটকড়া মোড় এলাকায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকাজুড়ে। ঘটনাস্থলে দেখা যায় রাস্তার ধারে এক ব্যক্তির টুপি, চশমা, চাদর, জুতো পড়ে রয়েছে। তার ঠিক প্রায় ৫০ মিটার দূরে চাষের জমিতে বাঁশ ঝাঁড়ের নিচে এক অঞ্জাত ব্যক্তির মৃতদেহ পড়ে রয়েছে। এঘটনা দেখে স্থানীয়রা জানান, মৃতদেহটি দেখে মনে হচ্ছে- কেউ বা কারা ওই ব্যক্তিকে হত্যা করেছে। কারন, ওই ব্যক্তির শরীরে, মুখে রক্তের দাগ রয়েছে এবং গলায় মাফলার প্যাচানো রয়েছে। যেখানে মৃতদেহ পড়েছিলো সেখানেও ধস্তাধস্তির পায়ের ছাপ রয়েছে বলে জানান স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছেছে রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনার তদন্তের পাশাপাশি মৃতের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close