উত্তর দিনাজপুর জেলার ডিআই (প্রাথমিক) আজ সকাল সাড়ে আটটায় অকস্মাৎভাবে পরলোক গমন করেন। খবর পাওয়া মাত্রই আবর বিদ্যালয় পরিদর্শক-সহ শিক্ষকরা শোক প্রকাশ করতে থাকেন বিভিন্ন গ্রুপে। রায়গঞ্জ সদর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক বিদ্যালয় গুলি শোক সভা করে ছুটি দেওয়ার কথা জানান। এরই পাশে আবারও দৃষ্টান্ত স্থাপন করল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। শিক্ষক, শিক্ষার্থী-সহ আধিকারিক দেরও পাশে তারা থাকেন সবসময়। এদিন এই দুঃসংবাদ পাওয়ার সাথে সাথে প্রয়াত ডি আই (প্রাথমিক) এর আত্মার শান্তি কামনা করতে ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে শোক সভা করেন পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি, উত্তর দিনাজপুর জেলার সদস্য রা। সংগঠনের জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান ছাড়াও উপস্থিত ছিলেন অরবিন্দ সিং, গৌতম পাল, নিখিল বর্মন, লিয়াকত হোসেন, তাপস চ্যাটার্জী প্রমুখ।
রায়গঞ্জ থেকে প্রবল সাহার রিপোর্ট টাইমস ফোর্টিন বাংলা।