আগ্নেয়াস্ত্রের আঁতুর ঘর যে রায়গঞ্জ শহর তা আরও একবার প্রমাণিত। সোমবার সকালে রায়গঞ্জ পুরসভার ২২ নম্বর ওয়ার্ড বন্দর এলাকার শ্মশানের আবর্জনার স্তুপে মিলল একটি পাইপগান এবং দুই রাউন্ড তাজা কার্তুজ। খবর পেয়ে দ্রুত রায়গঞ্জ থানার পুলিশ এসে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
সূত্রের খবর, রায়গঞ্জ শহরের জঞ্জাল এবং আর্বজনা পুরসভার ২২ নম্বর ওয়ার্ডে ফেলা হয়।প্রতিদিনের মত সোমবারও সেখানে সাফাইকর্মীরা নোংরা, আবর্জনা ফেলতে গেলে আগ্নেয়াস্ত্রটি চোখে পড়ে। সাফাইকর্মীদের দলটি পুরসভার সংশ্লিষ্ট ওয়ার্ডের কো-অর্ডিনেটর তপন দাসকে খবর দেন। তপনবাবু দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগ্নেয়াস্ত্রটি দেখতে পেয়ে রায়গঞ্জ থানার পুলিশকে খবর পাঠান। পুলিশ খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে। কারা এই আগ্নেয়াস্ত্রটি আর্বজনায় ফেলে গেল তা খতিয়ে দেখছে পুলিশ। পুরসভার ২২ নম্বর ওয়ার্ড কো-অর্ডিনেটর তপন দাস জানিয়েছেন, রায়গঞ্জ শহরের সমস্ত নোংরা আর্বজনা ফেলা হয় এখানে। শহরের কেউ বা করা এই আর্বজনার স্তুপে আগ্নেয়াস্ত্রটি ফেলে গেছে তার অনুসন্ধান চলছে। শহরে বে-আইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুলিশ বিভিন্ন জায়গায় সক্রিয়তা অবলম্বন করে চলেছে। আশাকরি মুখ্যমন্ত্রীর নির্দেশ পালনে পুরসভা এবং প্রশাসন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে।
রায়গঞ্জের বন্দর শ্মশান এলাকা ঘুরে উত্তম পালের রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।