আগামীকাল, বৃহস্পতিবার থেকে রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে মহিলাদের ফুটবল লিগ শুরু হতে যাচ্ছে। আয়োজকদের দাবি- এজাতীয় খেলা উত্তরবঙ্গে প্রথম। মোট ১২ টি দল এই খেলায় অংশ নেবে। যার মধ্যে ৪টি দল রায়গঞ্জ মহকুমার এবং বাকি ৮টি দল ইসলামপুর মহকুমা থেকে অংশ নিচ্ছে। তবে মহিলা ফুটবল নতুন করে প্রতিযোগিতার আঙিনায় প্রবেশ করায় উত্তর দিনাজপুরের গুরুত্ব যে সারা রাজ্য জুড়ে বৃদ্ধি পাবে তা হলফ করে বলে দেওয়া যায়।
রায়গঞ্জ ইনস্টিটিউট থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।