রবিবার ৪২তম বার্ষিক যোগাসন প্রতিযোগিতা ২০২২ উপলক্ষ্যে রায়গঞ্জ প্রণনাবন্দ যোগাশ্রম-এর পরিচালনায় রায়গঞ্জ মহকুমা প্রাথমিক বিদ্যালয় ভিত্তিক যোগাসন প্রতিযোগিতা ও উত্তর দিনাজপুর জেলা ভিত্তিক যোগাসন প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মোহনবাটি উচ্চ বিদ্যালয়ে। এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষারত্ন পুরুস্কার প্রাপ্ত তথা মোহনবাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমল বিশ্বাস। অনুষ্ঠানের উদ্বোধন করেন মোহনবাটি পার্বতীদেবী বালিকা বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষিকা উষা ভৌমিক, ৪২ তম প্রতিয়োগীতা কমিটির সম্পাদক-গিরিজা মোহন রায়, ৪২ তম প্রতিযোগিতা কমিটির সভাপতি নিখিল চক্রবর্তী, রায়গঞ্জ প্রণবানন্দ যোগাশ্রমের কর্ণধার সেবক সঞ্জীত।
উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।