এবার টাকা ফেরৎ চেয়ে নেতাকে ফোন। ভাইরাল হল সেই অডিও ক্লিপ। এমন ঘটনায় উত্তেজনা
ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলাজুড়ে।
সূত্রের খবর, অনেকে চাকরির আশায় লক্ষ লক্ষ টাকা দিয়েছিলেন দালাল চক্রকে। এবার সেই টাকা ফেরৎ চেয়ে এক ব্যক্তির সঙ্গে উত্তর দিনাজপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান বেঞ্জামিন হেমব্রমের সঙ্গে কথপোকথনের অডিও ক্লিপও ভাইরাল হয়েছে। সেখানে ওই ব্যক্তি চাকরির জন্য দেওয়া টাকা ফেরৎ চাইছেন। অন্যদিকে চাকরির লাইন করতে সরাসরি উপর মহলের সঙ্গে যোগাযোগ করে চাকরি করে দেওয়ার আশ্বাস দিচ্ছেন প্রাক্তন প্রাথমিক সংসদের চেয়ারম্যান বেঞ্জামিন হেমব্রম। তবে এই ভাইরাল অডিও ক্লিপের বিষয় নিয়ে বেনজামিন হেমব্রমের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও বেঞ্জামিনবাবুকে না পাওয়ায় তাঁর প্রতিক্রিয়া জানা যায়নি।
এমনকি রায়গঞ্জে বেঞ্জামিন হেমব্রমের ফ্ল্যাটে গিয়েও বেনজামিন হেমব্রমকে পাওয়া যায়নি। এমনকি ফ্ল্যাটে বেঞ্জামিনবাবুর নামটিও কাটা রয়েছে।
উল্লেখ্য,বেঞ্জামিনবাবুর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে ফোনে পাওয়া সম্ভব হয়নি। পরে তার ফোন থেকে ‘সুইচড অফ’ – এর আওয়াজ ভেসে এসেছে। এই অবস্থায় প্রাথমিক সংসদের এই ভাইরাল অডিও নিয়ে জোর চর্চা শুরু হয়েছে জেলা জুড়ে । অন্যদিকে বিজেপি-র অভিযোগ, শুধু বেঞ্জামিন হেমব্রম নয়, এই জেলায় তৃণমূলের প্রতিটি নেতা দুর্নীতির সঙ্গে জড়িত। শিক্ষামন্ত্রী থেকে স্বাস্থ্যমন্ত্রী এমনকি মুখ্যমন্ত্রী এর সঙ্গে জড়িত বলে জানান বিজেপির রায়গঞ্জ শহর মন্ডলের সভাপতি অভিজিৎ যোশী।
ফোর্টিন টাইম লাইন, রায়গঞ্জ।