পথ চলতে চলতে হল পরিচয়। ঠিক এভাবেই করোনা কালে প্রাত ভ্রমনে বেরিয়ে একে অপরের সঙ্গে পরিচিত হয়ে গড়ে উঠে ভোরের আলোয় আমরা কজন। মূলত সামাজিক কাজে এগিয়ে আসার লক্ষ্যে এই সংগঠনের উৎপত্তি বলে জানিয়েছেন সদস্যরা। রবিবার সংগঠনের পক্ষ থেকে বিশ্ব বিদ্যালয়ের আবাসিক প্রাঙ্গণে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সংগঠনের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এদিন তাদের উদ্যোগে করা প্রথম রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ ও উদ্দীপনা ছিল লক্ষ্যনীয়। সংগঠনের সম্পাদক প্রবীর গুহ বিশ্ব বিদ্যালয় কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানান তাদের প্রাঙ্গণে এরম একটি উদ্যোগকে সাফল্যমন্ডিত করে তোলার জন্য।
রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস ফোর্টিন বাংলা।